করোনার বাইরেও অনেকে মানুষ চিকিৎসা পাচ্ছেন না। তাদের সেবায় খুব শীঘ্রই সেনাবাহিনীর মেডিকেল টিম কাজ করবে। তারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করবে। সামরিক বাহিনীর চিকিৎসকরা দেশের এই দুর্যোগময় সময়ে অতীতের মতোই মানুষের পাশে থাকবে।
রবিবার (২৯ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল কবীর আহমেদ।
তিনি জানান, যশোর জেলায় এখন পর্যন্ত কোনো করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি। আমরা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি যেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। পাশাপাশি আমরা জনগণকে বোঝানোর চেষ্টা করছি তারা যেন অযথা বাইরে ঘোরাফেরা না করে। এদিকে, আমাদের সবগুলো পেট্রোল টিম জনসচেতনতা বাড়ানোর চেষ্টা করছে। প্রশাসন ও পুলিশের সাথে যৌথভাবে আমরা এসব কার্যক্রম করে যাচ্ছি।
উল্লেখ্য, এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার আশরাফ উদ্দীন, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন এবং সেনাবাহিনীর যশোর জেলার ইনচার্জ লে. কর্নেল নেয়ামুল হক উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/শাহী