বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা গেছে। মৃত দুইজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তারা দুইজনই করোনা সন্দেহে করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে শেবাচিম এর করোনা ইউনিটে ভর্তির কিছুক্ষণ পরই মারা যান নিরু বেগম (৪৫)। তিনি বরিশাল সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের পুরানপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। পুরানপাড়া এলাকার মো. দুলালের স্ত্রী নিরু বেগম ছিলেন ২ সন্তানের জননী।
রবিবার সকাল ৭টা ২০ মিনিটে মারা যাওয়া অপর ব্যাক্তির নাম জাকির হোসেন (৪০)। তিনি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পাতাবুনিয়া গ্রামের বাসিন্দা। তাকে শনিবার সন্ধ্যায় পটুয়াখালী হাসপাতাল থেকে শেবাচিমে পাঠানো হয়েছিল। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, হাসপাতালে করোনা ভাইরাস শনাক্তকরণ কোনো কিট নেই। তবুও রোগীর লক্ষণ দেখে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ হাসপাতালে মৃত্যুবরণ করা দু’জন রোগীরই নমুনা সংগ্রহ করা হয়েছে। রোগীর মৃত্যুর পর বিষয়টি রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) জানানো হয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস