ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পথচারীদের ফুল দিয়ে বাড়ি ফেরার অনুরোধ সেনাবাহিনীর

করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে এক প্রকার অঘোষিত লকডাউন চলছে। এসময় পুলিশ সদস্যরা পথচারীদের তাড়াতে গিয়ে লাঠিপেটার অভিযোগে দেশব্যাপী ব্যাপক সমালোচনার ঝড় বইছে।

ঠিক সে সময়ে পথচারীদের হাতে ফুল দিয়ে বাড়ি ফেরার অনুরোধ করছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (২৮ মার্চ) কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁও বাজার ও বাস স্টেশনে এধরনের দৃশ্য দেখা গেছে। সেনাবাহিনীর এমন উদ্যোগকে সম্মান জানিয়ে ঘরে ফিরেছেন পথচারীরাও।

এসময় পেটের দায়ে ঈদগাঁও বাস স্টেশনে রিক্সা নিয়ে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান। তিনি বলেন, সেনাবাহিনীর এক সদস্য আমার দিকে এগিয়ে আসতে দেখে ভয়ে আমার হাত পা কাঁপছিল। কিন্তু সেনা সদস্য আমাকে হাতে ফুল দিয়ে সাহস যোগিয়ে বললেন চাচা ভয় নেই। যদি সম্ভব হয় বাড়ি থেকে একটু কম বের হবেন।

রিক্সাচালক মনিরুজ্জামান বলেন, গরিবের প্রতি সেনাবাহিনীর এমন ভালোবাসা দেখে আমার চোখে পানি চলে আসে। আমি সেনাদের সম্মান জানাতে সঙ্গে সঙ্গে রিক্সা নিয়ে বাড়ি ফিরে আসি। অনেকেই তার মত বাড়ি ফিরে গেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সেনাবাহিনীর পথচারীদের ফুল দেয়ার ছবি সমাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ফেইবুক ব্যবহারকারিদের অনেকই সেনাবাহিনীকে স্যালুট জানিয়ে-পুলিশকেও লাঠিপেটা না করে একই পথ অনুসরণ করার অনুরোধ জানাচ্ছেন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন