ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

গাইবান্ধায় করোনায় আক্রান্ত আরও দুইজন

গাইবান্ধায় নতুন করে আরও দুজন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। দুজন যুক্তরাষ্ট্র প্রবাসীর সংস্পর্শে আসার কারণে এ দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এই জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে। তাদেরকে রাখা হয়েছে সুন্দরগঞ্জ ও গাইবান্ধা জেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে।

শনিবার বিকেলে গাইবান্ধার সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. এবিএম আবু বলেন, যুক্তরাষ্ট্র ফেরত এক নারীর সংস্পর্শে আসা তার বোনসহ ৩ জনকে প্রথমে গাইবান্ধা শহরের খাঁ পাড়ায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে ঢাকা আইইডিসিআরের টিম এসে নমুনা নিয়ে যায়। শনিবার তাদের পরীক্ষার ফল পাওয়া গেছে। এতে তাদের ২ জনের শরীরে কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়।

বগুড়া থেকে ৯ জন গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় আসায় তাদেরকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকার ১৩ জনকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইন পূর্ণ হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া হোম কোয়ারেন্টাইনে রয়েছেন আরও ২২৫ জন।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাসের চিকিৎসায় জেলার প্রস্তুতি হিসেবে ৭টি সরকারি হাসপাতালে প্রস্ততকৃত বেডের সংখ্যা ৩৫টি। এছাড়া জেলায় মোট ১২৬ জন ও ১৯০ জন নার্স রয়েছেন। চিকিৎসকদের জন্য ৮৫৮টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) মজুদ রয়েছে এবং ইতিমধ্যে ৮টি বিতরণ করা হয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন