ঢাকা | বৃহস্পতিবার
১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বিপিএটিসি লকডাউন

করোনা ভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা স্বরুপ সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) আনুষ্ঠানিক ভাবে লকডাউন করা হয়েছে। এব্যাপারে কেন্দ্রের পরিচালক প্রশাসন সিদ্দিকুর রহমান কর্তৃক একটি নোটিশ দেয়া হয়, নোটিশে বলা হয় কেন্দ্রের অভ্যন্তরে একাধিক মানুষের একত্রে চলাচল থেকে বিরত থাকা, মাঠে খেলধুলা নিষিদ্ধ এবং শপিং কমপ্লেক্স এরিয়া বন্ধ ও আড্ডা দেয়া নিষেধ। পাশাপাশি অফিস কর্তৃপক্ষের অনুমতিপত্র ব্যাতিত বাইরের কোন ব্যাক্তি কেন্দ্রের ভেতরে প্রবেশ এবং ভেতরের কোন সদস্য বাইরে যেতে পারবেনা।

এ বিষয়ে কেন্দ্রের মেডিকেল এসিস্ট্যান্ট এবং বিপিএটিসি কর্মচারী ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক এর কাছে জানতে চাইলে তিনি বলেন বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ এই সরকারি প্রতিষ্ঠান এবং এর আবাসিক এলাকা করোনা মুক্ত রাখতে অফিস প্রশাসন এবং আমরা বদ্ধপরিকর, এলক্ষ্যে ইতিমধ্যে কেন্দ্রে প্রবেশের তিনটি গেইটে বেসিন ও হ্যান্ড সেনিটাইজারের ব্যাবস্থা করা হয়েছে পাশাপাশি সার্বক্ষনিক কেন্দ্রের অভ্যন্তরের প্রতিটি স্থানে জিবানুনাশক ছিটানো এবং কেন্দ্রে বসবাসরত প্রত্যেকের মাঝে হ্যান্ডগ্লাভস ও মাস্কসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিষ বিতরন করা করা হয়েছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও কাঁচা বাজারের জন্যেও যাতে কারো কেন্দ্রের বাইরে যেতে না হয় সেইজন্যে কেন্দ্রের অভ্যন্তরেই এর ব্যাবস্থা করা হয়েছে।

উল্লেখ্য বাংলাদেশ সরকারের বিসিএস ক্যাডার এবং উচ্চপদস্থ সরকারী কর্মকর্তাদের ফাউন্ডেশন ট্রেনিং সেন্টার হিসেবে পরিচিত বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রটি মোট ৫৪একর এলাকা জুড়ে অবস্থিত এবং এর অভ্যন্তরের আবাসিক এলাকায় প্রায় ৩৫০টি পরিবারের বসবাস।

 

আনন্দবাজার/সোহান

সংবাদটি শেয়ার করুন