চীনে তিন সদ্যোজাত শিশু প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। চিকিৎসকরা ধারণা করছেন তাদের মায়েদের শরীর থেকে তাদের শরীরে ছড়িয়েছে এই ভাইরাস।
এক জার্নালের প্রকাশিত সমীক্ষাতে বলা হয়েছে, অনেক গর্ভবতী মহিলাদের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা গেছে।
করোনা আক্রান্ত মায়েদের থেকে জন্ম নেওয়া সদ্যোজাত ১৯ জন শিশুর উপরে গবেষণা করা হয়েছে। সদ্যোজাতদের শরীরে সংক্রমণ নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি এর আগে।
করোনা আক্রান্ত মায়েদের থেকে জন্ম নেওয়া মোট ৩৩টি শিশুদের মধ্যে সমীক্ষা চালিয়ে তিনজন শিশুর শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে।
তিনটি শিশুর মধ্যেই সবচেয়ে সাধারণ যে উপসর্গটি দেখা দেয় তা হল শ্বাসকষ্ট। সিজারিয়ান পদ্ধতিতে জন্ম নিয়েছে ওই তিন শিশু। জীবনহানি হয়নি কোনও শিশুরই।
আনন্দবাজার/এস.কে