সম্প্রতি প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে ঢাকা দক্ষিণ সিটির প্রতিটি এলাকায় প্রতিদিন তিন লাখ লিটার জীবাণুনাশক পানি স্প্রে করা হবে বলে জানিয়েছেন প্রাক্তন মেয়র সাঈদ খোকন।
শনিবার (২৮ মার্চ) থেকে আগামী একমাস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে নগরীর নিম্ন আয়ের ৫০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় জীবাণুনাশক পানি ছিটানো কার্যক্রম পরিদর্শনকালে মেয়র সাংবাদিকদের এ কথা জানান।
এছাড়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, খেটে খাওয়া দিনমজুর মানুষের মধ্যে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
আনন্দবাজার/শাহী