ঢাকা | মঙ্গলবার
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আজ সাভারে কার্যক্রম শুরু করেছে সেনাবাহিনী

সারা দেশের ন্যায় সাভারেও করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সেনাবাহিনী কাজ শুরু করেছে। একই সাথে সেনা সদস্যরা বিদেশ ফেরত প্রবাসীদের নজরদারীতে রেখছেন। বিশেষ করে বিদেশ ফেরত প্রবাসীরা যথা নিয়ম মেনে হোমকোয়ারেন্টাইন পালন করছে কিনা।

আজ শুক্রবার (২৭-৩-২০২০) সকাল থেকে উপজেলা প্রশাসনের সমন্বয়ে সেনাবাহিনীর সদস্যরা এই কর্যক্রম শুরু করেছে।

সেনাবাহিনীর এই কার্যক্রমে সার্বিক তদারকির দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ জানান, সাভার-আশুলিয়ার বিভিন্ন সড়ক-মহাসড়কসহ পাড়া-মহল্লায় সামাজিক দূরত্ব নিশ্চিতে সেনাবাহিনীর সদস্যরা দুটি দলে ভাগ হয়ে টহল শুরু করেছেন। একই সাথে সেনা সদস্যরা বিদেশ ফেরত হোমকোয়ারেন্টে থাকা ব্যক্তিদের নজরদারীতে রাখছেন। হোমকোয়ােরন্টে থাকা ব্যক্তিরা নিয়ম ভেঙে বাহিরে ঘোরাঘুরিসহ পরিবারের লোকজনদের সাথে মেলামেশা করছে কিনা? এসব বিষয় গুরুত্বের সাথে তদারকি করে যাচ্ছেন তারা।

আব্দুল্লাহ আল মাহফুজ আরও জানান, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে সেনা সদস্যরা এভাবেই কাজ চালিয়ে যাবে। এছাড়া, করোনার সংক্রমন ঠেকাতে মাঠে পুলিশ প্রশাসনও কাজ করছে বলে জানান তিনি।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন