ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্ধারিত সময়ে শ্রমিকদের বেতন দিতে বিজেএমইএ অনুরোধ

চলতি মার্চ মাসের বেতন শ্রমিকদের সঠিক পরিশোধ করতে সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

আজ শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় সংগঠনটির সভাপতি সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান।

কারখানা মালিকদের উদ্দেশ্য করে বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান বলেন, অনেকেয় কারখানা বন্ধ রাখবে আবার অনেকেয় কারখানা বন্ধ রাখবে না, এ নিয়ে উদ্যোক্তা এবং শ্রমিকের মাঝে একরকম বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। যে কোনো অবস্থায় জীবনযুদ্ধে বেঁচে থাকার লড়াইয়ে করোনাভাইরাসকে দমন করতে হবে। সেই সাথে প্রত্যেক উদ্যোক্তাকে যথাসময়ে মার্চ মাসের বেতন শ্রমিকদের পরিশোধ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

করোনাভাইরাসের সংক্রমণরোধে গত ২৫ মার্চ বিকেএমইএ’র সদস্য প্রতিষ্ঠানগুলোকে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখতে সেলিম ওসমান অনুরোধ করেন। তার একদিন পর ২৬ মার্চ পোশাকখাতের আরেক বৃহৎ সংগঠন বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক সংগঠনের সদস্য প্রতিষ্ঠানগুলোকে ঠিক একই অনুরোধ করেন।

পরে ২৭ মার্চ দুপুরে বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান আরেক বিবৃতিতে সংগঠনের আওতাভুক্ত প্রতিটি প্রতিষ্ঠানকে ৪ এপ্রিল পর্যন্ত সব কারখানা বন্ধ রাখার নির্দেশনা দেন।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন