ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে দূরুত্ব রেখে কেনাকাটায় ভিন্নরকম উদ্যোগ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভিন্ন ধরনের এক উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে শুক্রবার কক্সবাজার শহরের বিভিন্ন ঔষধ ও মুদি দোকানের সামনে গোলমার্ক চিহৃ এঁকে দিয়েছে কক্সবাজার জেলাপ্রশাসন।

একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় প্রতিষ্ঠান গুলোকে নিজ উদ্যোগে গোলমার্ক চিহৃ এঁকে দেয়ার আহ্বান জানানো হয় প্রশাসনের পক্ষথেকে।

এরই ধারাবাহিকতায় কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে দোকানের সামনে গোলমার্ক চিহৃ এঁকে দিতে দেখা যায়। কক্সবাজার শহর ছাড়াও চকরিয়া,উখিয়া ও টেকনাফ ও মহেশখালীতি দোকানদার গোলমার্ক চিহৃ বাস্তবায়ন করতে দেখাগেছে।

মূলতো করোনাভাইরাসের সংক্রমণ রোধে দুরুত্ব বজায় রেখে কেনাকাটা করতে এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসন মোঃ কামাল হোসেন। তিনি বলেন,এ মুহুর্তে সবার উচিত বাড়িতে অবস্থান করা। অত্যাবশ্যকীয় প্রয়োজনে যদি বের হতেই হয়, তাহলে জনসমাগম বা ভিড় না করার অনুরোধ জানান তিনি।সে সঙ্গে নিত্যপ্রয়োজনীয় জিনিশপত্র কিনতে গোলমার্ক চিহৃ ব্যবহার করার জন্য ক্রেতা বিক্রেতা উভয়কে মেনে চলার অনুরোধ কক্সবাজার ডিসির।

এদিকে করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসচেতননতা সৃষ্টির লক্ষ্যে কক্সবাজার জেলাপ্রশাসনের ভিন্ন ধরনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সচেতন নাগরিকরা।সচেতন নাগরিকরা বলছে, জাতি হিসেবে আমরা খুবই অসচেতন তাই বৈশ্বিক এ ক্লান্তিকালে সচেতনাতার জন্য এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা গেলে সবার জন্য মঙ্গল।

 

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন