ঢাকা | মঙ্গলবার
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

চাটমোহরে করোনা মোকাবেলায় যুবকের দৃষ্টান্ত

পাবনার চাটমোহরে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে পুরো শহর জুড়ে জীবাণুনাশক ছিটিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন আসাদুজ্জামান পান্না নামের এক যুবক।

শুক্রবার ব্যক্তিগত উদ্যোগে পৌর শহরের পাড়া-মহল্লা ও রাস্তা ঘাটে কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে নিজেরাই জীবাণু ছিটানোর কাজে নেমে পড়েন ওই যুবক।

ব্লিচিং পাউডার, স্যাভলন, জীবাণুনাশক ওষুধ ও পানির সমন্বয়ে তৈরিকৃত জীবাণুনাশক ছিটানো কার্যক্রম জারদ্রিস মোড় থেকে শুরু হয়ে পুরাতন বাজারে গিয়ে শেষ হয়।

আসাদুজ্জামান পান্না নামের ওই যুবকের ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন চাটমোহরের সচেতন সমাজ। এ সময় শফিকুল ইসলাম, হাবিবুর রহমান, তারেক হাসান, সাধন দাস, সুমন হোসেন, সজিব হোসেন ও শামীম আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন