ঢাকা | সোমবার
১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় করোনায় গৃহবন্দীদের বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে খাদ্য সামগ্রী

বিশ্ব আজ করোনায় আক্রান্ত। অন্যান্য দেশের মত বাংলাদেশেও হানা দিয়েছে এই ভাইরাস। এই মহামারী থেকে বাদ যায়নি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাও। চলছে লকডাউন। সব কিছু বন্ধ। মানুষ ঘরের মধ্যে বন্দি।

করোনা মোকাবিলায় সর্বসাধারণকে ঘর থেকে বের হতে নিষেধ করেছেন উপজেলা প্রশাসন। পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন ঘর থেকে কেউ বের হচ্ছেন কি-না নজরদারি করছেন। এতে অসহায়, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ পড়েছেন বিপাকে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দুস্থ এবং খেটে খাওয়া মানুষেরা। অসহায় জীবন কাটাচ্ছে শ্রমজীবী পরিবারগুলো। ঠিক এই সময়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা জরুরী, অথচ তারা ঘরের মধ্যে খাদ্য মজুদ করে অবকাশে দিন কাটাচ্ছেন। কিন্তু এমন দিনে সমাজের কাছে নিজেদের দায়বদ্ধতাকে উপলব্ধি করে মানবতার হাত প্রসারিত করছেন লালানগর ইউপি সদস্য আবু মেম্বার।

এমন দুর্যোগময় মুহূর্তে নিজেদের উদ্যোগে অসহায় মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন আবু মেম্বার ও সাংবাদিক এম. মতিন।

আজ ২৭ মার্চ শুক্রবার বিকাল ৪টায় লালানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চতজ্যাপাড়া, কাজী পাড়া, মুন্সিবাড়ী ও বন্দারাজ পাড়ার গৃহবন্দী দুস্থ ও খেটে খাওয়া ৭০ পরিবারে নিজ উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, তৈল, সাবান ও হ্যান্ড স্যানিটাইজারসহ খাদ্য সামগ্রীর একটি ব্যাগ পৌঁছে দেওয়া হয়। আবু মেম্বার ও সাংবাদিক এম. মতিন নিজেরা উপস্থিত থেকে টলি গাড়ি নিয়ে গৃহবন্দি খেটে খাওয়া মানুষদের হাতে খাদ্য সামগ্রীর ব্যাগ তুলে দেন। এসময় তাঁদের সহায়তা করেন স্থানীয় কিছু তরুণ যুবকেরা।

আবু মেম্বার বলেন, ‘আপাতত ৭০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।পর্যায়ক্রমে এ সংখ্যা আরো বাড়ানো হবে। পাশাপাশি প্রতিটি পরিবারে খাবারের পরিমাণও বাড়ানো হবে। করোনার পরিস্থিতি পরিবর্তিত না পর্যন্ত সামর্থ্যানুযায়ী এই কর্মসূচি চালিয়ে যাবো।’

সাংবাদিক এম. মতিন বলেন, ‘করোনাভাইরাসের কারণে কেউ ঘর থেকে বের হতে পারছেন না। এতে অসহায় মানুষ বিপাকে পড়েছেন। অনেকের বাড়িতে খাবার নেই। মানুষের এমন অবস্থা দেখে সবাই মর্মাহত।পরিস্থিতি বিবেচনা করে নিজেদের উদ্যোগে প্যাকেজ আকারে কিছু খাদ্য পণ্যাদি অসহায়দের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। আমাদের এ কার্যক্রম দেখে আশাকরি অন্যরাও এগিয়ে আসবেন। সেসাথে এই মুহূর্তে সমাজের বিত্তবানদেরকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আহবান জানাচ্ছি।’

 

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন