ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শুধু ঔষুধের দোকান খোলা থাকবে বিকেল ৫টার পর

প্রানঘাতী করোনা ভাইরাস রোধে ঔষুধ, কাঁচাবাজার ও মুদি দোকান ছাড়া সব দোকান বন্ধ করে দেয়া হয়েছে গত বুধবার থেকেই। নতুন করে আজ ভোলার জেলা প্রশাসক বলেন, শুক্রবার থেকে বিকেল ৫টার পর ঔষুধের দোকান ছাড়া কোনো প্রকার দোকানই খোলা রাখা যাবে না।

ভোলার জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে করদে হলে জনসমাগম বন্ধ করতে হবে। তাই আমরা সিদ্ধা্ন্ত নিয়েছি শুক্রবার থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মুদি দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে। বিকেল ৫ টার পর ওষুধ ক্রয় ও হাসপাতালের যাওয়া ছাড়া অন্য কারণে কেও ঘর থেকে বের হতে পারবে না। তবে ঔষুধের দোকান খোলা থাকবে সব সময়।

ইতোমধ্যে ভোলার সব গণপরিবহন বন্ধ করা হয়েছে। শুধু রিকশা চলছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও নৌ বাহিনী কাজ করছে যেন কেও বিনা কারণে ঘর থেকে বের হতে না পারে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন