ঢাকা | বৃহস্পতিবার
৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আদা, কালোজিরা, গুলমরিচ খেলে সেরে যাবে করোনা!

করোনা নিয়ে এমনিই গুজবের শেষ নেই। জন্মের ৫ মিনিট পর এক শিশু বলেছে আদা, লং, গোলমরিচ ও কালোজিরা দিয়ে চা বানিয়ে খেলে মরণঘাতী করোনাভাইরাস হবে না। এ কথা বলার সাথেসাথেই শিশুটি মারা যায়। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যার পর থেকে এমন কথা ছড়িয়ে পড়েছে উত্তরেবঙ্গের বিভিন্ন এলাকায়।

সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছে এ কথা। এ নিয়ে চারদিকে শুরু হয়েছে নানা হৈচৈ। কেউ বলছে শিশুটি বগুড়ায় জন্ম নিয়েছে, কেউ কেউ বলছে রংপুরে, আবার কেউবা বলেছে নীলফামারী-লালমনিরহাটের কথা।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাইফুল ইসলাম তার ফেসবুকে সম্প্রতি এমনি এক অভিজ্ঞতার কথা তুলে লিখেছেন- আজ রাত ৯ টা ১০ মিনিটে আমার এক নিকটাত্মীয় ফোন করে বললেন, ‘বাবা সাইফুল, দ্রুত একটু আদা, কালোজিরা ও গুলমরিচ খেয়ে নেও’।

আমি বললাম, কেন খাব? জবাবে তিনি বললেন, ‘বগুড়ায় একটা শিশু জন্মের পর বলেছে আদা, গুলমরিচ আর কালোজিরা খেলে করোনাভাইরাস হবে না। এই তিনটা কথা বলে শিশুটা নাকি মারা গেছে। এখন পর্যন্ত শিশুটার জানাজা হয়নি। বগুড়ার সবাই এগুলো খাচ্ছে। আমরাও খাচ্ছি। তুমিও খেয়ে নাও’।

আমি বললাম, এটা একটা গুজব। মিথ্যাচার। এগুলো করা ঠিক নয়। তিনি বুঝতে চাইলেন না। আমাদের গ্রামাঞ্চলে এভাবেই সহজে সবার মাঝে গুজব ছড়ানো হয়। মানুষদের বোকা বানানো হয়। নিজে সতর্ক থাকুন, গুজবে কান দেবেন না। গুজব একটা বড় ধরনের মিথ্যাচার, বড় ধরনের পাপাচার। গুজব ছড়াবেন না এবং গুজব বিশ্বাসও করবেন না।

নরসিংদী অবস্থানরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবরিনা ওবায়েদ আনিকা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, বগুড়ার ঘটনা শুনে নাকি তার নানুবাড়ির প্রত্যেকটি মসজিদে মাইকিং করে আদা, গুলমরিচ, কালোজিরা গরম পানির সাথে মিশিয়ে খেতে বলা হচ্ছে। এভাবে খেলে নাকি করোনাভাইরাস চলে যাবে।

শুধু সাইফুল, আনিকা নয় এমন অনেকেই বিভিন্ন এলাকা থেকে এমন ঘটনার কথা তুলে ধরে স্ট্যাটাস দিচ্ছেন। বিষয়টি যে সম্পূর্ণ গুজব তাতে কোনো সন্দেহ নেই-বল জানিয়েছেন রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

তিনি জানান, একটি মহল এ ধরনের গুজব ছড়িয়ে থাকেন। এর আগেও নানা বিষয়ে তার গুজব ছড়িয়েছে। বাস্তবে এসবের বৈজ্ঞানিক বা ধর্মীয় কোনো ভিত্তি নেই। তাই গুজবে কোনো ধরণের কান না দিয়ে করোনাভাইরাস মোকাবেলায় সকলকে সচেতন হওয়ার অনুরোধ জানান তিনি।

আনন্দবাজার/শাহী

 

 

সংবাদটি শেয়ার করুন