ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফাঁকা শহরেও অস্বাস্থ্যকরে প্রথম ঢাকার বায়ু

অঘোষিত ভাবে লকডাউন ঢাকা। বন্ধ শহরের গণপরিবহন, সীমিত আকারে চলছে কিছু কারখানা। তবুও এর মাঝে অস্বাস্থ্যকরের মাত্রা পেরোতে পারেনি ঢাকার বায়ু।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজধানীর অধিকাংশ সড়কে গণপরিবহন তো দূরের কথা, রাস্তায় দেখা মেলেনি জনগণেরও। পুলিশ, সেনাবাহিনী ও গণমাধ্যমের হাতে গোনা কয়েকটি যানবাহন দেখা গেছে রাস্তায়। কিন্তু এতকিছুর পরও ঢাকার বায়ুমান সূচক ছিল বিশ্বে সর্বোচ্চ ১৮১ একিউআই। যেখানে পরিবেশ অধিদফতরের মানমাত্রায় স্বাভাবিক বায়ুর তাপমাত্রা দেখানো হয়েছে ৫০ একিউআইকে।

যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান যাচাই প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার ভিজ্যুয়ালের তথ্যমতে, বৃহস্পতিবার ঢাকার প্রতি ঘনমিটার বাতাসে ক্ষতিকর অতি সুক্ষ ধূলিকনা PM2.5 এর উপস্থিতি ছিল ১১৩.৩ মাইক্রোগ্রাম।

অন্যান্য সময় দূষিত শহরগুলোর তালিকায় ভারতের দিল্লি প্রথমে অবস্থানে থাকলেও বর্তমানে সেই শহরটির অবস্থান একেবারে ৪০ এর ঘরে দেখাচ্ছে সফটওয়্যারটি। লকডাউনে থাকা দিল্লির বায়ুমান সুচক রয়েছে ৭৪ একিউআইয়ের ঘরে।

পরিবেশ অধিদফতরের বায়ুমান প্রকল্প তাৎক্ষণিক কোনো আপডেট দিতে না পারলেও তাদের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ঢাকার বায়ু অস্বাস্থ্যকর দেখানো রয়েছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন