শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চালু হলো করোনা পরীক্ষার নতুন তিনটি কেন্দ্র

কোভিড-১৯ পরীক্ষার জন্য সরকার নতুন তিনটি কেন্দ্র চালু করেছে। বিভাগীয় পর্যায়ে আরও কয়েকটি প্রতিষ্ঠানে কেন্দ্র সম্প্রসারণের কাজ চলছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, জনস্বাস্থ্য প্রতিষ্ঠান ও ঢাকা শিশু হাসপাতালে করোনা শনাক্তের পরীক্ষা কেন্দ্র চালু করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-তে এই কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও বলেন, আগে আইইডিসিআর হাসপাতালে গিয়ে সন্দেহভাজন রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে আসত। এখন হাসপাতালের নমুনাগুলো হাসপাতাল থেকেই সংগ্রহ করে আইডিসিআরে পাঠানো হবে।

প্রতিটি এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হবে জানিয়ে ঢাকা ও চট্টগ্রাম ছাড়া বাকি কেন্দ্রগুলো দ্রুত চালু করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন সেব্রিনা ফ্লোরা।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  ধর্মপাশায় আশ্রয় কেন্দ্রের ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন

সংবাদটি শেয়ার করুন