ঢাকা | বুধবার
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় রাশিয়ানদের ব্যবহৃত বাড়ি লকডাউন

করোনা আক্রান্ত সন্দেহে পাবনার ঈশ্বরদী পৌর সদরের নারিচা মহল্লায় রাশিয়ানদের ব্যবহৃত ভাড়া বাড়ি ‘হাউস-২’ লকডাউন করেছে প্রশাসন। বুধবার (২৫ মার্চ) রাতে বাড়িটির গেট তালাবদ্ধ করে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান বাড়িটি লকডাউন করার বিষয়টি নিশ্চিত করে জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত করোনা সন্দেহভাজন বেলারুশিয় নাগরিককে (পাসপোর্ট নং কেবি ১৪০৩২৪৪) ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। ওই বাড়িতে প্রকল্পে কর্মরত ১৫/১৬ জন বিদেশী নাগরিক বসবাস করছে বলে জানা গেছে।

তিনি আরো জানান, ওই বাড়িতে বসবাসরত অন্যান্য বিদেশীদেরও রূপপুর প্রকল্পে কাজে যেতে নিষেধ এবং প্রকল্পে প্রবেশের সিকিউরিটি পাশ বøক করা হয়েছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ড: শফিকুল ইসলাম শামীম জানান, রূপপুর প্রকল্পের রাশিয়ান ঠিকাদারী প্রতিষ্ঠান ‘অর্গানস্ত্রয়’ এ কর্মরত বেলারুশিয়ান নাগরিক চুপ্রিম ভিচেশ্লাভ (৩৭) করোনা পরীক্ষার জন্য বুধবার (২৫ মার্চ) রাতে ঢাকায় গিয়েছেন। তাঁর গলা ব্যথা, কাশি ও কিছু সিনড্রম ছিল। ওই প্রতিষ্ঠানের চিকিৎসক ডা: সের্গেই মারজভসও রোগীর সাথে কথা বলেছেন। আগে তাঁর গলায় একটি অপারেশন হয়েছিল। এ কারনেও গলা ব্যাথা হতে পারে বলে ডা: সের্গেই মারজভস ধারণা করছেন। ঈশ্বরদীতে করোনা পরীক্ষার কোন কিট না থাকায় বাইরে না বের হয়ে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়।

এ ব্যাপারে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর জানান, এই বিদেশীর বিষয়ে ঢাকায় আইইডিসিআর-এ কথা বলা হয়েছিল। স্যাম্পুল ঈশ্বরদী এসে সংগ্রহ করে করোনা পরীক্ষার কথা। কিন্তু সেই সময় না দিয়ে রাতেই এ্যাম্বুলেন্স নিয়ে চুপ্রিম ভিচেশ্লাভ করোনা পরীক্ষার জন্য ঢাকায় গিয়েছেন। যেকারণে রাতেই ওই বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন