১০ এপ্রিল সরকারকে কোভিড-১৯ পরীক্ষার ১০ দশ হাজার কিট হস্তান্তর করা হবে বলে জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। বৃহস্পতিবার প্রতিষ্ঠানের ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, যুক্তরাজ্যের গবেষণা সংস্থা কিটের কাঁচামাল পাঠাতে এক সপ্তাহ দেরি করেছে। তবে আগামী সোমবার আমরা কাঁচামাল পাবো। এরপর আমরা সর্বোচ্চ দ্রুততার সঙ্গে তৈরি করে ১০ হাজার কিট সরকারের হাতে তুলে দেব।
তিনি আরও বলেন, অনুমোদন পেলে এপ্রিলের শেষ নাগাদ আমরা এক লাখ কিট বাজারে ছাড়বো।
বর্তমানে কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত হচ্ছে পলিমার চেইন রিঅ্যাকশন- পিসিআর পদ্ধতিতে। এতে পরীক্ষায় সময় লাগে ৩ থেকে ৫ দিন। কিটের দামসহ জনপ্রতি খরচ পড়ে ১২ থেকে ১৩ হাজার টাকা।
এদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের কিটে খরচ পড়বে দুইশ ৫০ থেকে তিনশ টাকা। সময় লাগবে মাত্র ১৫ মিনিট। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত ডট ব্লট পদ্ধতিতে কভিড শনাক্ত হবে রক্তের গ্রুপ শনাক্তের প্রক্রিয়ায়। গণবিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিজন কুমার শীলের নেতৃত্বে এ কিট উদ্ভাবন করছেন এক দল বিজ্ঞানী।
আনন্দবাজার/ডব্লিউ এস