ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা মোকাবেলায় বিভিন্ন জেলায় ছিটানো হচ্ছে জীবাণুনাশক

করোনাভাইরাস মোকাবেলায় এবং নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করণে জীবাণুনাশক ওষুধ ছেটানো হচ্ছে বিভিন্ন জেলায়। প্রশাসনের উদ্যোগে অথবা সংগঠন এমনকি ব্যক্তি উদ্যোগেও বিভিন্ন জায়গায় জীবাণুনাশক ছিটানো হচ্ছে।

গাজীপুর মহানগরীতে পুলিশ জলকামান দিয়ে জীবাণুনাশক ছিটাচ্ছে। এসময় টঙ্গীর হোসেন মার্কেট, গাজীপুরা, বোর্ড বাজার, গাজীপুর চৌরাস্তা, কোনাবাড়ি, কাশেমপুর, গাজীপুর শিব বাড়ি ও পূবাইলের বিভিন্ন স্থানে ছিটানো হয় জীবাণুনাশক। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন জিএমপি কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন।

এদিকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে মানিকগঞ্জে হাসপাতাল প্রাঙ্গণ, মসজিদসহ বিভিন্ন স্থানে জীবাণুনাশক ছিটানো হয়েছে। এছাড়া মৌলভীবাজার, গাইবান্ধা, সুনামগঞ্জ ও দিনাজপুরের বিভিন্ন সড়ক জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক ছিটানো হচ্ছে পৌরসভার উদ্যোগে এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায়।

জনসাধারণকে সচেতন করতে খাগড়াছড়িতে লিফলেট, মাস্ক ও হ্যান্ডওয়াশ বিতরণ করেছে প্রশাসন। পাশাপাশি কিছু ব্যক্তি ও সংগঠনের উদ্যোগে জীবাণুনাশক ছিটানো হচ্ছে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায়।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন