ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আজ চীন থেকে আসছে চিকিৎসা সরঞ্জাম

প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় চীনের প্রতিশ্রুত চিকিৎসা সরঞ্জামাদি আজ এসে পৌঁছাবে।

গত মঙ্গলবার ঢাকার চীনা দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টে বলা হয়েছিল চীন সরকারের একটি বিশেষ বিমানে করে ১০ হাজার টেস্ট কিটস ও চিকিৎসকদের জন্য ১০ হাজার পিপিই (পার্সনাল প্রোটেকশন এক্যুইপমেন্ট) এবং ১ হাজার থার্মোমিটারসহ চিকিৎসা সরঞ্জামাদির দ্বিতীয় চালান ঢাকায় এসে পৌঁছাবে ২৬ মার্চ।

ঢাকাস্থ চীনা দূতাবাস বাংলাদেশে বিপুল পরিমাণ টেস্ট কিটসসহ মহামারী মোকাবিলার জন্য জরুরি চিকিৎসা সরঞ্জামাদি দেওয়ার সিদ্ধান্তের কথা ঢাকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানিয়েছিল ১৭ মার্চ।

চীনা দূতাবাসের কর্মকর্তা বলেন, এর আগে সামরিক সরঞ্জামাদিও প্রথম চালান হিসেবে চীনা দূতাবাস বাংলাদেশ কর্তৃপক্ষে ৫শ’র বেশি কোভিক-১৯ টেস্ট কিটস হস্তান্তর করেছিল।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন