করোনা খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে দেশে। করোনা ছড়ালেও দেশে চিকিৎসকদের জন্য নেই পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জামাদি। তাই ওয়ালটন করোনা থেকে রক্ষায় চিকিৎসকদের দিচ্ছে সুরক্ষা সরঞ্জামাদি।
দেশীয় ইলেকট্রনিকস পণ্যের ব্র্যান্ড ওয়ালটনের একটি প্রতিনিধিদল মঙ্গলবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে বৈঠক করেছে। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনা, উপকর্মসূচি ব্যবস্থাপক ডা. মোহাম্মদ মারুফুর রহমান, ওয়ালটনের নির্বাহী পরিচালক ও রেফ্রিজারেটর বিভাগের সিইও প্রকৌশলী গোলাম মুর্শেদ এবং প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাক্তার ইয়াজদান রেজা চৌধুরী।
বৈঠকে সকলের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি হাসপাতালে প্রাথমিকভাবে পাঁচ হাজার সেট এফডিএ এবং সিই সার্টিফাইড বিশ্বমানের পিপিই দিচ্ছে ওয়ালটন। এগুলোর মধ্যে রয়েছে প্রোটেকটিভ স্যুট, মেডিকেল মাস্ক, গ্লাভস, শু কভার, সেফটি গগলস, হেড ক্যাপ এবং হ্যান্ড স্যানিটাইজার। জানা যায়, পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের চাহিদা অনুযায়ী হাসপাতালগুলোর জন্য অক্সিজেন সরবরাহ যন্ত্রসহ (ভেন্টিলেটর) আরও বিপুল পরিমাণ পিপিই সরবরাহ করবে ওয়ালটন।
আনন্দবাজার/শাহী