ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পার্সেলের বদলে মানুষ!

নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে বন্ধ করা হয়েছে সব ধরনের গণপরিবহন। এরই মাঝে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সকলের জন্য সাধারণ ছুটিও ঘোষণা করেছে সরকার। মানুষজনকে গৃহবন্দী করতে মাঠে নেমেছে প্রশাসনের একাধিক টিম।

সবকিছু বন্ধ করেও ঠেকানো যাচ্ছে না রাজধানী ছেড়ে আসা মানুষের স্রোত। বাস-ট্রেন না পেয়ে বুধবার (২৫ মার্চ) বিকেলে পার্সেল সেবাদানকারী প্রতিষ্ঠান আহমেদ কুরিয়ারের ভ্যানে চেপে রাজশাহী ফিরেছে মানুষ। নজরে আসার পর  প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লসমী চাকমা এ দণ্ডাদেশ দেন। একই সাথে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আহমেদ পার্সেল সার্ভিসের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন