বাংলাদেশের কোথাও বুধবার পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। চলতি রজব মাস বৃহস্পতিবার ৩০ দিনে পূর্ণ হবে। শুক্রবার ২৭ মার্চ থেকে গণনা শুরু হবে পরবর্তী মাস শাবানের। সে হিসেবে আগামী ১৪ শাবান অর্থাৎ ৯ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে পালিত হবে মুসলমানদের মহিমান্বিত রাত পবিত্র শবে বরাত।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ।
এসময় আরও উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজান-উল-আলম, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু:আ:হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম প্রমুখ।
মুসলমানরা বিশ্বাস করে শবে বরাতের রাতে পরবর্তী এক বছরের ভাগ্য নির্ধারিত হয়। ইসলাম ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত বন্দেগির মাধ্যমে এ রাতটি কাটায়। শবে বরাত উপলক্ষে আগামী ১০ এপ্রিল সরকারি ছুটি।
আনন্দবাজার/ডব্লিউ এস