ঝিনাইদহে শপিং মল, রেষ্টুরেন্ট, বাণিজ্য কেন্দ্র, ভ্রাম্যমান ফাস্টফুডের দোকান, আবাসিক হোটেল, পশুর হাট, বিনোদন কেন্দ্র, পার্ক, মেলা, সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় সমাবেশ ও রাস্তার পাশের খাবার সহ চা দোকানের আড্ডার বন্ধ ঘোষণা করা হয়েছে। ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
এদিকে জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এলকাবাসী। ঘোষনার পর থেকে বুধবার(২৫মার্চ) শৈলকুপা শহরের রাস্তা-ঘাট অনেকটাই ফাঁকা হয়ে গেছে। একই সাথে শহরের বেশির ভাগ দোকান-পাট বন্ধ রেখেছে দোকান সমিতি। তবে খাদ্য সামগ্রী, ঔষধ, মাছ-মাংসের দোকানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যেও সকল দোকানপাট, কাঁচা বাজার, চিকিৎসা প্রতিষ্ঠান যথারীতি খোলা রয়েছে। একই সাথে এসকল স্থানে কেনাকাটার সময় কমপক্ষে ১ মিটার নিরাপদ দুরত্ব বজায় রাখতে হবে।
জেলা প্রশাসক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্য সামগ্রী, ঔষধ, মাছ-মাংসের দোকান সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সকল দোকানপাট, কাঁচা বাজার, চিকিৎসা প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে। তবে এসকল স্থানে কেনাকাটার সময় কমপক্ষে ১ মিটার নিরাপদ দুরত্ব বজায় রাখতে হবে।
অপরদিকে বিদেশ ফেরতদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের বিষয়টি নিশ্চিত করে কারো শরীরে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র, থানা বা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ রয়েছে সেখানে।
আনন্দবাজার/এফআইবি