ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায় করোনা প্রতিরোধে প্রশাসনের সাথে থাকবে নৌবাহিনী

বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে মরণঘাতী এ ভাইরাস। সরকারের নির্বাহী আদেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রন ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় রেখে কাজ করার লক্ষে সারাদেশে মোতায়েন করা হয়েছে সশ্বস্ত্র বাহিনী। সেই ধারাবাহিকতায় মোংলা উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে নৌবাহিনী কন্টিনজেন্টের সদস্যরা মোংলায় পৌঁছানোর পর তাদের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, আমার সাথে নির্দিষ্ট সংখ্যক নৌসদস্য রয়েছেন। আমরা এখানে কেভিন ১৯ বা করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রমে অংশগ্রহন করবো এবং সিভিল ডিফেন্স, পুলিশ, লোকাল এডমিন, উপজেলা নির্বাহী অফিসারকে সাথে নিয়ে একযোগে কাজ করবো। আমাদের কাজের মোটিভেট থাকবে জনসচেতনতা তৈরি করা এবং জনগণের মধ্যে সোশ্যাল ডিস্টেন্স তৈরি করা। এছাড়াও আমাদের মোংলায় অতিসত্তর বিদেশে থেকে আগত লোকজন করেন্টাইন্টেন না মেনে ঘোরাফেরা করবে তাদের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসবো।জনগনের মধ্যে গণসচেতনতা তৈরি করা আমাদের কার্যক্রমের অন্তর্ভুক্ত। মোংলা অঞ্চলকে প্রটেকশন করার জন্য আমাদের পর্যাপ্ত বাহিনী মজুদ আছে আপাতত ২ প্লাটুন দিয়ে কার্যক্রম পরিচালনা করা হবে তবে রিজার্ভে পর্যাপ্ত সৈনিক আছে প্রয়োজন হলে তাদেরও অন্তর্ভুক্ত করা হবে।

পরে সাংবাদিকদের আরো বিভিন্ন প্রশ্নের জবাব দেন লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন মাহমুদ। করোনা ভাইরাস প্রতিরোধে উপকূলীয় জেলায় কাজ করবে বাংলাদেশ নৌবাহিনী। দেশের দূর্যোগকালীন সময়ে সরকারকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত রয়েছে নৌবাহিনী। পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলা এবং একই সাথে একাধিক ব্যক্তি একত্রিত না হতে সকলের প্রতি নৌবাহিনীর পক্ষ থেকে আহবান জানানো হয়েছে। দেশের সংকটকালীন সময়ে সরকারের নির্দেশনাগুলো মেনে চলার দায়িত্ব প্রতিটি নাগরিকের বিশেষ করে প্রবাসীরা প্রয়োজনীয় নির্দেশনা মেনে চললে করোনা ভাইরাস পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন