করোনাভাইরাস প্রতিরোধে বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে বড় আর্থিক সহযোগিতা চেয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। করোনাভাইরাসের বহুমাত্রিক আঘাত বাংলাদেশের অর্থনীতিতে লাগতে পারে এমন শংকা থেকে অর্থমন্ত্রী সহযোগিতা নিশ্চিতের অনুরোধ জানান।
বুধবার (২৫ মার্চ) বিশ্ব ব্যাংক ও আইএমএফ সদর দপ্তরের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ অনুরোধ করেন বলে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অর্থমন্ত্রী বলেন, পুরো বিশ্ব সম্প্রদায় এখন একটি ক্রান্তিকাল পার করছে। করোনাভাইরাসের কারণে আজ মানব সম্প্রদায়ের জীবন ও অস্তিত্ব হুমকীর সম্মুখীন হয়েছে। এমন একটি মুহূর্তে এই বিষয়টির ওপর গুরুত্ব দিয়ে ভিডিও কনফারেন্স আয়োজনের জন্য বিশ্ব ব্যাংক গ্রুপ ও আইএমএফ-এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।
তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে পড়েছে। কোনো দেশের একার পক্ষে এরকম দুর্যোগপূর্ণ পরিস্থিতির মোকাবিলা সম্ভব নয়। আমরা উদ্বিগ্ন, কভিড-১৯ সংকটটি বাংলাদেশের অর্থনীতিকে বহুমাত্রিক দিক থেকে আঘাত করতে পারে। এ পরিস্থিতিতে বৃহত্তর পরিসরে আর্থিক সহায়তার প্রয়োজন।
রফতানি খাত নিয়ে অর্থমন্ত্রী বলেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের শাটডাউনের কারণে আমাদের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের চাহিদা কমায় এ শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের অবকাঠামো খাতের প্রকল্পগুলোতে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে।
আনন্দবাজার/ডব্লিউ এস