ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

চিকিৎসক, নার্স, সেনাবাহিনীকে সাকিবের স্যালুট

পুরো বাংলাদেশ লড়ছে প্রানঘাতী করোনা ভাইরাসের বিপক্ষে। তাও কমানো যাচ্ছে না সংক্রমণ। কেউ না কেউ আক্রান্ত হচ্ছে প্রতিদি। সাধারণ ছুটি ঘোষণা করে মাঠে নামানো হয়েছে সেনাবাহিনী। তাছাড়া করোনা ঠেকাতে দিন রাত খেটে যাচ্ছেন চিকিৎসক এবং নার্সরা। সাকিব আল হাসান স্যালুট জানালেন লড়াকু এসব মানুষদের।

কাল রাতে সাকিব নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেন, ‘সকল দেশবাসীকে সুরক্ষিত রাখতে যারা মারাত্মক এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে চলেছেন প্রতিনিয়ত তাদেরকে জানাই আমার সালাম। ধন্যবাদ জানাই প্রতিটি ডাক্তার, নার্স, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কর্মী, স্বেচ্ছাসেবক, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্য এবং সরকারি কর্মকর্তাদের, যারা নিঃস্বার্থ ও অক্লান্তভাবে লড়াই করে চলেছেন। আমরা তাদের সাহায্য করতে যা পারি তা হলো—বাসায় অবস্থান করা, প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা এবং প্রয়োজনীয় পরামর্শ মেনে চলে এই কঠিন সময়ে তাদের সহায়তা করা। তবেই আমরা এক সঙ্গে এই পরিস্থিতির মোকাবিলা করতে পারব। আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন।’

এর আগে নিজের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে এই তারকা অলরাউন্ডার বাংলাদেশে বিদেশফেরত নাগরিকদের বলেছিলেন, যারা বিদেশফেরত তারা অবশ্যই নিজেকে ঘরে রাখুন এবং ঘর থেকে যেন বের না হওয়া হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এর সাথে আরও মনে রাখতে হবে, সেই ব্যক্তি যেন আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশীদের সাথে দেখা না করে। ১৪ দিন আপনাকে ঘরে একা থাকতে হবে। এটা খুবই জরুরি।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন