ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা মোকাবিলায় আগামীকাল সার্ক নেতাদের ভিডিও কনফারেন্স

মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় যৌথ প্রচেষ্টার অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ মার্চ) সার্ক হেলথ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে। এ কনফারেন্সে অংশগ্রহণ করবেন সার্কভুক্ত আটটি দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে মঙ্গলবার একাধিক ভারতীয় গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। তবে গণমাধ্যমগুলোতে কনফারেন্সের সময় সম্পর্কে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ ভিডিও কনফারেন্সে সার্কভুক্ত দেশগুলোর স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল। ওই সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ভিডিও কনফারেন্স।

এতে সার্কভুক্ত দেশগুলোতে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি, আক্রান্তের সংখ্যা, কোয়ারেন্টাইনের অবস্থা, সংক্রমণ রোধে সচেতনতা এবং করেনা মোকাবিলায় চিকিৎসা সংক্রান্ত প্রস্তুতির মত বিষয়গুলো নিয়ে মত বিনিময় করবেন বিশেষজ্ঞরা।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন