বিনা মূল্যে সর্বসাধারণকে বিতরণের জন্য হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
প্রাণঘাতী ‘করোনাভাইরাস’-এর প্রাথমিক প্রাদুর্ভাব মোকাবিলায় রসায়ন বিভাগের সহযোগিতায় প্রাথমিকভাবে ৬০ মি.লি, ১০০ মি.লি. ও ২০০ মি. লি. সাইজের ১৫০ ইউনিট জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়েছে।
জান যায়, এটি তৈরিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত প্রস্তুতপ্রণালী অনুসরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ল্যাবে ববি শিক্ষক সমিতির সভাপতি সহকারী অধ্যাপক আরিফ হোসেনের নেতৃত্বেশিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম, সহকারী অধ্যাপক রিফাত মাহমুদ, সহকারী অধ্যাপক মো. সোহেল রানা, সহকারী অধ্যাপক সুপ্রভাত হালদার, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. নাজমুল কায়েস, প্রভাষক মাহমুদুল হাসান সোহাগ ও কয়েকজন শিক্ষার্থী এসব হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে অংশ নেয়।
ববি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম জানান, তৈরীকৃত স্যানিটাইজার বুধবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী, ক্লিনার, শিক্ষক, কর্মকর্তা -কর্মচারীদের মাঝে বিতরণ করা হবে। তিনি আরও জানান, যেহেতু ভাইরাসটি কমিউনিটির মাঝে ছড়িয়ে পড়েছে তাই সতর্কতা তৈরির জন্যই আমাদের এই উদ্যোগ।
শিক্ষক সমিতির সভাপতি সহকারী অধ্যাপক আরিফ হোসেন জানান, সরকারের একার পক্ষে এত বড় চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। এসব হ্যান্ড স্যানিটাইজার বিনা মূল্যে জনসাধারণের মাঝে বিতরণ করে সচেতনতা তৈরি করে আমরা আমাদের অবস্থান থেকে ভূমিকা রাখতে চাই।
আনন্দবাজার/শাহী