ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাপা পত্রিকা থেকে করোনা সংক্রমণের আশঙ্কা নেই

পাঠকদের শঙ্কা, সংবাদপত্র থেকে করোনাভাইরাসের সংক্রমণ হতে পারে। কিন্তু প্রেসে ছাপানো সংবাদপত্র হাতে ধরলে করোনাভাইরাস সংক্রমণের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আক্রান্ত ব্যক্তির শরীর বা স্পর্শ থেকে কোনো পণ্যের মধ্যে করোনাভাইরাস ছড়ানোর ভয় নেই। সাধারণত সংবাদপত্র প্যাকিং থেকে শুরু করে পাঠকের হাতে পৌঁছনো পর্যন্ত পৌছাতে যতগুলো ধাপ পার করতে হয় সেখানে জীবাণু থেকে যাওয়ার আশঙ্কা খুবই কম। যা প্রায় নেই বললেই চলে।

এছাড়া যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল জানিয়েছে, সংবাদপত্র বা কোনো প্যাকেট থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা এখন পর্যন্ত নেই। করোনারভাইরাসের জীবাণু এরকম পরিস্থিতিতে আসলে অস্তিত্বহীন হয়ে পড়ে।

এদিকে কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার নামী সংবাদ প্রকাশনা সংস্থা নিউজ কর্প অস্ট্রেলিয়া সব হকারকে ফ্রিতে গ্লাভস ও মাস্ক প্রদান করেছে। জানা যায়, তাদের সংবাদপত্র ছাপার পদ্ধতির সিংহভাগই স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে হয়। তাছাড়া সংবাদপত্র প্রেসে ছাপতে যাওয়ার আগে বিশেষভাবে স্যানিটাইজ করা হচ্ছে কাগজ।

অস্ট্রেলিয়ার চিফ মেডিক্যাল অফিস ব্রেন্ডন মার্ফিও জানিয়েছেন, সংবাদপত্র থেকে সংক্রমণের আশঙ্কা বলতে গেলে একেবারে শুন্যের কোটায়।

উল্লেখ্য, সংবাদপত্রের পাতা ওল্টানোর পর ভাল করে হাত ধুয়ে নিলে করোনা আক্রান্ত হয়ে পড়ার আশঙ্কা নেই।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন