দিনাজপুরের বিরামপুরে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ৮ বছরের এক শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। গত সোমবার দুপুরে শিশুটিকে ভর্তি করানো হয়। শিশুটির বাড়ি জেলার হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী একটি গ্রামে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সোলায়মান হোসেন (মেহেদী) বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার তিনি জানান, শিশুটির শরীরে জ্বর, শ্বাসকষ্ট, সর্দিসহ করোনার প্রায় সব উপসর্গ দেখা দিয়েছে। গত সাত-আট দিন ধরে শিশুটির জ্বর, শ্বাসকষ্ট ও সর্দি লেগেই ছিল।
তিনি আরো জানান, শিশুটির নমুনা সংগ্রহ করা হয়েছে এবং অতি দ্রুত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) -এ নমুনা পাঠানোর জন্য যোগাযোগ করা হচ্ছে।
এদিকে এই শিশুটি দিনাজপুর জেলার মধ্যে আইসোলেশনে ভর্তি হওয়া প্রথম রোগী বলে জানান দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস।
আনন্দবাজার/এফআইবি