ঢাকা | বৃহস্পতিবার
১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

যেকোন সময় বন্ধ হবে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট

করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশ দ্বার হিসেবে খ্যাত পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে সীমিত আকারে ফেরি চলাচল করছে। মঙ্গলবার নৌপরিবহন সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী করোনাভাইরাস সংক্রমণ রোধে সারা দেশের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেন।

পাটুরিয়া ঘাটে অপেক্ষমান যানবাহনের বিষয়টি বিবেচনা করে ফেরি পারাপারের অনুমতি দেন হেড অফিস। তবে কর্তৃপক্ষের নির্দেশে যেকোন সময় ফেরি চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির আরিচা কার্য়লয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, করোনাভাইরাস সংক্রমণের আশংঙ্কায় মঙ্গলবার দুপুরের দিকে ফেরি চলাচল বন্ধে হেড অফিস থেকে নির্দেশনা আসে। এ সময় পাটুরিয়া ঘাটে দুইশতাধিক পণ্যবাহী ট্রাক ও ছোট গাড়িগুলো পারের জন্য অপেক্ষমান ছিল। এ কারণে ঘাটে থাকা যানবাহন পারাপারে ফেরি চলাচলের অনুমতি দেন হেড অফিস। তবে দূরপাল্লা বাসের চাপ না থাকায় পণ্যবাহী ট্রাক, ছোট গাড়ি, অ্যাম্বুলেন্স, পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর জরুরি গাড়িগুলো পার করা হচ্ছে। তবে কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা অনুযায়ী এ রুটে ফেরি চলাচল বন্ধ করা হবে।

এদিকে বিআইডব্লিউটিএর নৌ ট্রাফিকের সহকারী পরিচালক মো. ফরিদ উদ্দিন এ রুটে লঞ্চ বন্ধের বিষয়টি নিশ্চিত করলেও সরেজমিনে মঙ্গলবার সন্ধ্যায়ও লঞ্চে যাত্রী পারাপার করতে দেখা যায়। এ ছাড়া লঞ্চ ঘাটে যাত্রীদের ভিড় লক্ষ করা গেছে।

আনন্দবাজার/ডব্লিউ এস/এ এস

সংবাদটি শেয়ার করুন