ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা : চীন থেকে আসছে ২০ হাজার কিটস ও পিপিই

প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী কাটিয়ে ওঠা চীন এখন তার সাহায্যের হাত বাড়িয়েছে বিশ্বজুড়ে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারকেও করোনার টেস্টিং কিটস ও ব্যক্তিগত সুরক্ষা পোশাক (পিপিই) দিচ্ছে দেশটি।

আগামী বৃহ্স্পতিবার (২৬ মার্চ) দুপুর নাগাদ বিশেষ বিমানে বাংলাদেশে পৌঁছবে অতি জরুরি এসব চিকিৎসা সামগ্রী।

সম্প্রতি বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (২৪ মার্চ) সাড়ে ৪টার দিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে জানান, ‘গণচীনের দেয়া ১০,০০০ টেস্টিং কিটস এবং ১০,০০০ ডাক্তার ও নার্সদের ব্যবহারের পোশাক নিয়ে বিশেষ বিমানটি পৌঁছাবে ২৬ তারিখ দুপুর নাগাদ।’

স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, ‘দ্বিতীয় আরেকটি চালান আসবে আগামী ২৯ তারিখে। ইতিমধ্যে বাংলাদেশ সরকার অন্যজায়গা থেকে কিছু পরিমাণ এইসব সামগ্রী ক্রয় করে বিতরণ শুরু করেছে। এছাড়া গণচীনের সহায়তা করোনা প্রতিরোধ এবং চিকিৎসায় অনেক গতি আনবে।’

শাহরিয়ার আলম ও তার ফেসবুক স্ট্যাটাস

আনন্সবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন