করোনাভাইরাস এর প্রকোপ থেকে রক্ষায় ঢাকার এক হাজার নিম্নবিত্ত, ছিন্নমূল পরিবারের মাঝে খাবার ও সুরক্ষা সামগ্রী বিতরণ করলো ‘গিফট ফর গুড’। ২০ মার্চ থেকে শুরু করে রাজধানীর মিরপুর, হাজারীবাগ সহ ঢাকার বিভিন্ন এলাকায় প্রায় ১ হাজার মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি।
এই কার্যক্রমে অংশ নিয়েছে সংগঠনটির একশোরও বেশি স্বেচ্ছাসেবী। দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এই ভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরির জন্য প্রচারণাও চালিয়েছে তারা। ঢাকার পাশাপাশি তারা নাটোর, ঠাকুরগাঁও এবং মুন্সিগঞ্জেও এই কার্যক্রমের জন্য প্রস্তুতি নিচ্ছে।
‘গিফট ফর গুড’ এর প্রতিষ্ঠাতা মিথুন দাস কাব্য বলেন, করোনাভাইরাস আতঙ্কে সারাবিশ্ব কাঁপছে। করোনায় আক্রান্ত বাংলাদেশও। ইতোমধ্যে আগামী ৪ মার্চ পর্যন্ত সব অফিস আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে করোনা মোকাবেলায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ হবে দেশের নিম্নবিত্ত মানুষ। ‘গিফট ফর গুড’ তাই এই দেশের এই জরুরি মুহূর্তে নিম্নবিত্ত মানুষদের কথা চিন্তা করে এগিয়ে এসেছে।
দেশের এমন অবস্থায় সরকারি-বেসরকারি সকল সেবা সংস্থার পাশাপাশি সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন মিথুন দাস কাব্য।
সংগঠনটির অপারেশন বিভাগের প্রধান আশরাফুল আলম আশিক বলেন, আমাদের স্বেচ্ছাসেবকরা কেবল দরিদ্র মানুষগুলোর হাতে খাবার, মাস্ক বা স্যানিটাইজার তুলে দিচ্ছে না। পাশাপাশি করোনা মোকাবেলায় তাদের সাহস যোগাতে চেষ্টা করছে। সচেতনতা বৃদ্ধিতে চেষ্টা করছে। আমরা সবাইকে জানাতে চাই, করোনাভাইরাসকে ভয় না পেয়ে সচেতন হতে হবে।
আনন্দবাজার/ডব্লিউ এস