ঢাকা | শুক্রবার
২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে ১০ চিকিৎসকসহ ২১ জন কোয়ারেন্টাইনে

কক্সবাজার জেলা সদর হাসপাতালের ১০ চিকিৎসকসহ মোট ২১ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে । এরমধ্যে ৮ জন নার্স ও ৩ জন ক্লিনার রয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল সাড়ে ৩ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ শাহীন আবদুর রহমান চৌধুরী।

কোয়ারেন্টাইনে যাওয়া ব্যক্তিরা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসছিলেন।

আক্রান্ত এই রোগী গত ১৩ মার্চ তিনি পবিত্র ওমরাহ শেষ করে সৌদি আরব থেকে দেশে ফেরেন। তারপর ১৮ মার্চ জ্বর, কাঁশি, গলা ব্যথা ও শ্বাসকষ্টের কারণে জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন