ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞার বাইরে থাকবে পণ্যবাহী যান চলাচল

করোনার বিস্তার ঠেকাতে সারা দেশে গণপরিবহণ বন্ধ রাখার ঘোষণা করা হলেও নিষেধাজ্ঞার বাইরে থাকবে পণ্যবাহী যান চলাচল। আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব ধরণের গণপরিবহণ বন্ধ থাকবে। মঙ্গলবার (২৪শে মার্চ) সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ ঘোষণা দেন বলে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তবে, বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় ট্রাক, কাভার্ডভ্যান, ওষুধ, জরুরি সেবা, পচনশীল পণ্য পরিবহণ এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এছাড়া, পণ্যবাহী যানবাহনে কোনও যাত্রী পরিবহণ করা যাবে না বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে, ক‌রোনাভাইরাস সংক্রমণ প্র‌তি‌রো‌ধে সারা‌দে‌শে যাত্রীব‌াহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা ক‌রে‌ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষণ-বিআইড‌ব্লিউ‌টিএ। এ ঘোষণা আজ মঙ্গলবার বিকেল থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

মঙ্গলবার (২৪শে মার্চ) সকাল সাড়ে ১১টায় এই ঘোষণার কথা জানান বিআইডব্লিউটিএর বরিশাল অঞ্চলের পরিচালক আজমল হুদা মিঠু সরকার।নির্দেশেনা অমান্য করে কেউ লঞ্চ চালালে কঠোর শাস্তি দেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন