ঢাকা | শনিবার
৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ধামরাইয়ে করোনা ভাইরাস ঝুঁকিতে একমি

ঢাকার ধামরাই অভিজাত ওষুধ কোম্পানি দি একমি ল্যাবরেটরিস লিমিটেডের এক্সজেকিউটিভ অফিসারসহ শ্রমিকদের করোনা ঝুঁকির অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, দি একমিতে কর্মরত এক্সজিকিউটিভ অফিসার সানজিদা আক্তার লাভনী (৩৪) হঠাৎ তার শরিরের তাপমাত্রা বৃদ্ধিসহ ঠান্ডা জনিত রোগের ফ্লো দেখা দেয়। পরে তাকে সন্দেহ মূলক ট্যাগ করে ঢাকা কর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। ও তাকে যে মহিলা সিকিউরিটি চেক করে তার নাম রাবেয়া আক্তার। নিরাপত্তার স্বার্থে ওই মহিলা সিউকিউরিটিকে ছুটি দিয়ে হোমকোয়ারেন্টাইনে পাঠানো হয়। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এক্সজেকিউটিভ অফিসার সানজিদা আক্তারের গ্রামের বাড়ি ধামরাই উপজেলার বালিয়া।

এ ব্যাপারে দি একমি ল্যাবরেটরিস কোম্পানির এ্যাডমিন অফিসার সাফায়েতউল্লাহ বলেন, একজন অফিসারকে করোনা সন্দেহে কর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে ও এক মহিলা সিকিউরিটিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এ ব্যাপারে ধামরাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(টিএস) ডাঃ ইফফাত আরা জানান, সানজিদা আক্তার লাবনীর স্বামী গত ১৫ মার্চ ইতালী থেকে বাড়িতে এসেছে, তাকে আমরা হোমকোয়ারেন্টাইনে থাকতে বলেছি। এবং লাভনীকেও হোম কোয়ারেন্টেনে থাকতে বলা হয়েছে। সে কেন অফিসে আসছিল আমরা জানিনা।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন