বিয়েতে অস্বীকার করায় এক তরুণীর চুল কেটে দিয়েছে আল আমিন (২৫) নামের এক বখাটে। এছাড়াও ওই তরুণীর দেহে দেয়া হয়েছে সিগারেটের আগুনের ছ্যাকা ।
শনিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলার চামুরকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের ফয়েজ খন্দকারের বখাটে ছেলে আল আমিন ৬ মাস ধরে কামরানীরচর ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু সে তাতে রাজী হয়নি। এতে ওই তরুণীর ওপর ক্ষিপ্ত ছিল আল আমিন। শনিবার সন্ধ্যায় ওই তরুণী বরপা থেকে বাড়ী ফেরার পথে কৃষ্ণপুরা গ্রামের কাছে এলে তাকে ৪/৫ জন যুবক রাস্তা থেকে তুলে আল আমিন এর বাড়ীতে নিয়ে যায়।
সেখানে নিয়ে তাকে বিয়ে করার জন্য চাপাচাপি করে। এতে রাজী না হওয়ায় আল আমিন ও তার লোকজন তার চুল কেটে দেয় এবং হাতে, গালে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দেয়। সেই সঙ্গে তাকে মারপিটও করে। এরপর তাকে মেরে ফেলার জন্য বাড়ীর পাশে চকে নিয়ে যায়। সেখান থেকে তরুণী কৌশলে পালিয়ে এসে ঘটনা তার অভিভাবকদেরকে জানায়।
এ ব্যাপারে তরুণীর মা মোমেলা বেগম বাদী হয়ে রোববার আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আনন্দবাজার/রনি