ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা : সার্ককে ১.৫ মিলিয়ন ডলার দিচ্ছে বাংলাদেশ

দক্ষিণ এশিয়ায় করোনাভাইরাস মোকাবিলায় সার্ক জরুরি তহবিলে ১.৫ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে বাংলাদেশ।

সরকারের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেন, এ অঞ্চলের অন্যান্য দেশও এই তহবিলে অবদান রাখার প্রতিশ্রতি দিয়েছেন।

গত ১৫ মার্চ মোদি বলেন, করোনাভাইরাস মোকাবিলার জরুরি তহবিল হবে সম্পূর্ণ স্বেচ্ছায়। ভারতের পক্ষ থেকে প্রাথমিকভাবে সেখানে (জরুরি তহবিলে) ১০ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব দেন তিনি।

করোনাভাইরাস সংক্রমণের ফলে সৃষ্ট পরিস্থিতিতে সার্ক দেশগুলোর জন্য একটি সমন্বিত কর্মকৌশল ঠিক করতে নরেন্দ্র মোদি এ অঞ্চলের রাজনৈতিক নেতাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে এ প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে স্বাগত জানান এবং নরেন্দ্র মোদিসহ অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে এ অঞ্চলে করোনাভাইরাস মোকাবিলায় গঠনমূলক আলোচনা করেন।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন