শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রেনের অগ্রিম টিকিট মিলবে পাঁচ দিন আগে

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করা হবে পাঁচ দিন আগে। এর আগে ট্রেনের অগ্রিম টিকিট সংগ্রহ করা যেত ১০ দিন আগে থেকে। মূলত করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন রেলমন্ত্রীসহ রেলের শীর্ষ কর্মকর্তারা। ২৩ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

রবিবার রেলমন্ত্রীসহ রেলের শীর্ষ কর্মকর্তারা এক বৈঠকে বসেন। সেময় এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

মূলত করোনা ভাইরাসের কারণে কোনও অবস্থায় যদি ট্রেনের চলাচল বন্ধ হয়ে যায় তাহলে অগ্রিম টিকিটের টাকা ফেরত দিতে হবে। তবে ১০ দিন আগের অগ্রিম বিক্রি টিকিট হলে জটিলতা সৃষ্টি হতে পারে। এ কারণেই অগ্রিম টিকিট বিক্রির সময়সীমা কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে তারা আরও আলোচনা করেন এ পরিস্থিতিতে কিছু মেইল ও লোকাল ট্রেনের চলাচল কমিয়ে দেওয়ার বিষয়ে। তবে সরকারের শীর্ষ পর্যায় থেকে ট্রেন বন্ধ করার মতো সিদ্ধান্ত না আসলে তা সম্ভব নয়। তাই অপেক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আনন্দবাজার/এস.কে

আরও পড়ুনঃ  খোলা থাকবে যেসব দোকান

সংবাদটি শেয়ার করুন