নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিদেশ ফেরত লোকের সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলছে। এ পর্যন্ত ৭শত ৫০ জনের অধিক বিভিন্ন দেশ থেকে ফেরত এসেছেন। মানছেন না কোয়ারেন্টাইন, অনেকে জরিমানাও গুনেছেন। এদের মধ্যে মাত্র ১৯ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
অভিযোগ রয়েছে বিদেশ থেকে ফিরেছেন তারা কোয়ারেন্টাইনে না থেকে যে যার মত ঘুরে বেড়াচ্ছেন। এতে সহজেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সঙ্কা রয়েছে। গত শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ৩ জন বিদেশ ফেরত লোককে কোয়ারেন্টাইনে না থাকার কারনে জরিমানা করেন।
জানা যায়, শনিবার করোনা ভাইরাস প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। মাঠে নেমেছে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা পুলিশ। বাজার মনিটরিং, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা সহ বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনে থাকার জন্য মাইকিং করা হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা জানান, শনিবার পর্যন্ত নতুন বিদেশ ফেরত ২ জনসহ মোট ১৯ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এই পর্য ন্ত ৩ জন কোয়ারেন্টাইনে ১৪দিন সম্পূর্ন করেছেন।
আনন্দবাজার/এফআইবি