বিশ্বে প্রতিদিন হাজারো মানুষ মারা যাচ্ছে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে। এখন দেশেও প্রতিদিন মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। হয়েছে মৃত্যুও। বাইরে বের হলে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। তার মধ্যেও বাইরে বের হচ্ছে মানুষ, চলছে গণপরিবহন।
রবিবার রাজধানীর ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশ কম হলেও চলছিলো গণপরিবহন। তবে যাত্রীতে পরিপূর্ণ বা যাত্রী দাঁড়িয়ে যাওয়া বাসের দেখা পাওয়া যায়নি। রাস্তায় গণপরিবহন থেকে ব্যক্তিগত গাড়ি বেশি চলাচল করছে।
এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও সাধারণ মানুষের চলাফেরা বন্ধ হচ্ছে না। অনেকেই কারওয়ান বাজারের কাঁচাবাজার করতে এসে ছিলেন। এছাড়াও মানুষ বিভিন্ন প্রয়োজনে বাইরে বের হচ্ছেন। তবে বাইরে বের হওয়া অধিকাংশই মানুষই মাস্ক পরা।
ফুটপাতের বিক্রেতারাও কাজ করছে ঝুঁকি নিয়ে। মেট্রোরেলের কাজও থামেনি। কাজ করছেন মেট্রোরেলের কর্মীরা।
আনন্দবাজার/এস.কে