ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নায়িকা ভাবনার পরিবার বাসা ভাড়া মওকুফ করেছেন

প্রানঘাতী করোনা ভাইরাসের প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। দাম বাড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের। এসব কথা বিবেচনা করে ভাড়াটিয়াদের থেকে চলতি মাসের ভাড়া নেবেন না বলে জানিয়েছে অভিনেত্রী আশনা হাবিব ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব ও মা রেহানা হাবিব। এই সিদ্ধান্তের মাধ্যমে ভাবনার পরিবার মহানুভবতার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ভাবনার বাবা চলচ্চিত্র নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব বলেন, ছয়টি পরিবার ভাড়া থাকে রাজধানীর হাজারীবাগ এলাকায় তাদের ৬ তলা ভবনে। করোনা ভাইরাসের কারণে মানুষ ঘর থেকেই বের হতে পারছেন না। তাই আর্থিক সংকট তৈরি হচ্ছে। তাই মার্চ মাসের ভাড়া না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

তিনি আরও বলেন,যত বড় সংকট আসুক, ‍আমৃদের সকলকে মিলে মোকাবিলা করতে হবে। তাছাড়া দুর্যোগকে পুঁজি করে কিছু মানুষ ফায়দা নেয়ার চেষ্টা করে।

ভাবনার বাবা হাবিব মনে করেন, দেশের এই পরিস্থিতিতে রাজধানীসহ সারা দেশের অন্যান্য বাড়িওয়ালারাও যদি একই পদক্ষেপ নেয় তাহরে এমন সংকটের দিনে অনেক পরিবারের মুখে হাসি ফুটবে।

খুব দ্রুতই পুরো বিশ্ব এই পরিস্থিতি থেকে মুক্তি পাবে এমনটাই আশা করেন তিনি।

আনন্দবাজা/এস.কে

সংবাদটি শেয়ার করুন