প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে ২০টি ভ্যাকসিন তৈরির কাজ চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই তথ্য নিশ্চিত করেছেন। তারা আরও জানায়, ভ্যাকসিন তৈরির এসব প্রকল্পে কাজ করা বিজ্ঞানীদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছে তারা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’তে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, কয়েকটি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করা হয়েছে। করোনা ভাইরাসের জিন সিকোয়েন্স তৈরির মাত্র ৬০ দিনের মধ্যে এসব ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। এর পূর্বে এত কম সময়ে কোনো রোগের ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করা হয়নি।
তাছাড়াও ডব্লিউএইচও জানায়, ১৮ মাস পর্যন্ত লেগে যেতে পারে নিরাপদ ভ্যাকসিন তৈরি করতে।
সংস্থাটির জরুরি কর্মসূচির টেকনিক্যাল লিড মারিয়া ভ্যান কেরখোভে জানান, আমরা সামর্থ্যের চেয়েও দ্রুত এগোচ্ছি। নতুন ভাইরাসের ক্ষেত্রে পূর্বের গবেষণা কাজে দিচ্ছে।
করোনা ভাইরাস বিশ্বের প্রায় ১৮০টি দেশে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৮ হাজার ৪৪ জন। এরই মধ্যে মৃত্যু হয়েছে ১১ হাজার ৯৪৯ জনের।
আনন্দবাজার/এস.কে