করোনার সতর্কতা বাড়াতে মাগুরা সদর উপজেলায় বিদেশফেরত ব্যক্তিদের বাড়ির সামনে লাল পতাকা টানানোর উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। শনিবার (২১ মার্চ) উপজেলার জগদল ইউনিয়ন পরিষদ এই কার্যক্রম হাতে নিয়েছে।
জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, বিদেশফেরত ব্যক্তিরা করোনাভাইরাস ছড়ানোর জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। বিদেশফেরত অধিকাংশ ব্যক্তিরাই হোম কোয়ারেন্টাইন না মেনে অবাধে চলাফেরা করছে।
তিনি বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশে ইউনিয়নের প্রতিটি বাড়িতে গত সাতদিনের মধ্যে যারা বিদেশ থেকে এসেছেন তাদের খোঁজ নিয়েছি । প্রথম দিন ২২ জনের খোঁজ পেয়েছি। তাদের প্রত্যেককে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। একই সাথে বিদেশফেরত এসব ব্যক্তির বাড়ির সামনে লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে। এর ফলে এলাকাবাসীর পাশাপাশি স্বাস্থ্য বিভাগ, প্রশাসন, স্থানীয় সরকারসহ দায়িত্বরত সংশ্লিষ্ট সব বিভাগের নজরদারি থাকবে।
সদর উপজেলার এক নির্বাহী কর্মকর্তা জানান, প্রতিটি গ্রামে-গ্রামে তল্লাশি চালিয়ে ইতোমধ্যে বিদেশ থেকে ফেরত আসা ব্যক্তিদের চিহ্নিত করে তাদের নাম-ঠিকানা তালিকাভুক্ত করেছি। একইভাবে তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করছি। কেউ হোম কোয়ারেন্টাইন না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আনন্দবাজার/এফআইবি