ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সন্তান জন্মদানের একদিন পরেই করোনায় প্রাণ হারালেন মা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৭ বছর বয়সী একজন গর্ভবতী নারী সন্তান জন্মের একদিন পরেই মারা গেছেন। তবে সন্তানটি পুরোপুরি সুস্থ রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।
নাম প্রকাশ না করা ওই নারী পোল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা ষষ্ঠতম ব্যক্তি। দেশের দক্ষিণের মহর ল্যানকুটের এক হাসপাতালে মারা যান তিনি।

ব্রিটিশ সংবাদপত্র মেট্রো সূত্রে জানা গেছে, ২৭ বছর বয়সী এই মহিলার অন্যকোন স্বাস্থ্য সমস্যা ছিল না। সম্প্রতি তিনি ইতালি থেকে ফিরেছিলেন। পরে তার করোনার সংক্রমণ ধরা পড়ে।

পোল্যান্ডে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪৩৯ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। শনিবার (২১ মার্চ) বিকাল পর্যন্ত করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ১১ হাজার ৫৮৭ জন। আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৯ হাজার ৩২০ জন।

 

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন