ঢাকা | শুক্রবার
১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারি কর্মকর্তাদের দেশে না ফেরার নির্দেশনা

প্রানঘাতী করোনা ভাইরাস এর কারণে বিদেশে থাকা সরকারি কর্মকর্তাদের অবস্থানরত দেশের কোয়ারেন্টাইন নীতিমালা মেনে চলার আদেশ দেওয়া হয়েছে। একই সাথে আপাতত বাইরে থাকা এসব সরকারি কর্মকর্তাদের দেশে না ফেরার জন্যও বলা হয়েছে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রশিক্ষণ বা উচ্চশিক্ষার্থে বিদেশে অবস্থানরত কর্মকর্তাদের জন্য এসব নির্দেশনা দিয়েছে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই মুহূর্তে যারা বিভিন্ন কারণে দেশের বাইরে আছেন, তাদের অবস্থানরত দেশের করোনা ভাইরাস সংক্রান্ত কোয়ারেন্টাইন নীতিমালা অনুসরণ করতে বলা হয়েছে।

তাছাড়া বিদ্যমান পরিস্থিতিতে বৈদেশিক প্রশিক্ষণ বা উচ্চশিক্ষা সংক্রান্ত কোনো বিষয়ে দিকনির্দেশনা বা মতামত দরকার মনে হলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

তারা হলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বিদেশ প্রশিক্ষণ শাখা) মু. ইকরামুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব (বিদেশ প্রশিক্ষণ- ২ শাখা) মুহাম্মদ আব্দুল হাই মিলটন ও উপসচিব (পরিকল্পনা- ২ শাখা) এস এম আব্দুল্লাহ আল মামুন।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন