ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশ থেকে আসলেই দেয়া হবে কোয়ারেন্টাইন সিল

বিদেশ ফেরত বাংলাদেশি যাত্রীদের হোম কোয়ারেন্টাইনে রাখার তথ্য সম্বলিত সিল দিয়ে চিহ্নিত করার কাজ শুরু করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

তিনি বলেন, বিমানবন্দরে আগত যাত্রীদের হাতে আমরা সিল মেরে দিচ্ছি। কোন দিন থেকে কোন দিন পর্যন্ত তাদের আইসোলেশনে থাকতে হবে সিলে তা লেখা রয়েছে। অন্য দেশগুলোতে এই ব্যবস্থা নেওয়ায়, আমরাও তা শুরু করেছি।

তিনি আরও বলেন, এটি করা হয়েছে শুধু এই কারণে যে, কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা যেন আইন ভঙ্গ না করতে পারেন এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যরা যেন তাদের আইসোলেশনে থাকার কথা স্মরণ করিয়ে দিতে পারেন।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন