ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনাভাইরাস রোধে লঞ্চে পশু-পাখি পরিবহন নিষিদ্ধ

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে লঞ্চে পশু-পাখি পরিবহন নিষিদ্ধ করেছে বিআইডব্লিউটিএ। শুক্রবার (২০ মার্চ) বিকেলে করোনার বিস্তার রোধে নৌপথে যাতায়াতে করণীয় বিষয়ে লঞ্চ মালিক সমিতির এক জরুরি সভা শেষে এমন ঘোষণা দিয়েছেন বিআইডব্লিওটিএ চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক।

এসময় সকল লঞ্চ যথাযথ উপায়ে জীবানুমুক্ত করার জন্যও নির্দেশনা দেন বিআইডব্লিওটিএ এর চেয়ারম্যান।

এদিকে, আজ বাংলাদেশে নতুন করে ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। শুক্রবার (২০ মার্চ) বিকেলে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

উল্লেখ্য, এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন