সারা দেশের ন্যায় মার্চ মাসের শুরু থেকে এ পর্যন্ত নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিদেশ ফেরত লোকের সংখ্যা ৭শত ৩২জন। তবে এদের মধ্যে কতজন কোয়ারেন্টারে রয়েছন তার সঠিক তথ্য জানা যায়নি।
তবে অভিযোগ রয়েছে যারা বিদেশ থেকে ফিরেছেন তারা কোয়ারেন্টারে না থেকে যে যার মত ঘুরে বেড়াচ্ছেন। এতে সহজেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভবনা রয়েছে। তবে জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, বিদেশ ফেরতদের সঠিক সংখ্যা তাদের কাছে নেই। তবে গতকাল মঙ্গলবার করোনাভাইরাস প্রতিরোধ কমিটির জরুরি সভায় প্রবাসীদের তথ্য পেতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কমিটি করা হয়েছে বলে জানা যায়।
আনন্দবাজার/এফআইবি